পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১১ মে ২০২২, ২২:০৯
সেই টিটিই কাজে যোগদান করেই ২৯ হাজার টাকা জরিমানা

রেলের সেই টিটিই শফিকুল ইসলাম কাজে যোগদান করেই আদায় করেছেন ২৯ হাজার টাকার জরিমানা।
মঙ্গলবার (১০ মে) কাজে ফিরেই ওই জরিমানা আদায় করেন।
টিটিই শফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী জংশন থেকে তিনি দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিনা টিকিটে রেল ভ্রমণকারীদের কাছ থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে তিনি কখনোই কোনো যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেননি। শুধুমাত্র নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে থাকেন। এ জন্য রেল বিভাগে তার যথেষ্ট সুনামও রয়েছে।
মন্তব্য করুন