• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে দু্ই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

মাদারীপুর প্রতিনিধি

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ২৩:৫৬

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) দুপুরে রাজৈরের হৃদয়নন্দীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে হৃদয়নন্দী গ্রামের সজিব নামে এক যুবক মিমাংসার কথা বলতে পশ্চিম রাজৈর গ্রামে যায়। সেখানে তাকে আসাদ, জুয়েল ও রনিসহ বেশ কয়েকজন মিলে মারধর করেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মীর নাজমুল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
৪৯ বছর পর মাকে খুঁজে পেলেন এলিজাবেথ
মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ আটক ১
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
X
Fresh