• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বেশি দামে তেল বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ২৩:৪২

কুষ্টিয়ায় সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সুচন্দন মন্ডল জানান, বড় বাজার এলাকায় ‘মেসার্স ফুড প্রোডাক্টস’ নামে একটি গোডাউনে গিয়ে ড্রামে প্রায় ৪০ হাজার লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। এজন্য ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামি তিন দিনের মধ্যে মজুদ করা তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এরপর শহরের পৌর বাজারে বোতলের মূল্য উপেক্ষা করে অধিক মূল্যে তেল বিক্রির অভিযোগে ‘মা স্টোর’কে ৪ হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে অধিক মূল্যে বিক্রি করার অভিযোগে ‘সবুজ সাথী স্টোর’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh