• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে অবৈধভাবে রাখা সাড়ে ৫ হাজার লিটার তেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ২১:৫৪

সিলেটে একটি দোকান থেকে অবৈধভাবে মজুত করে রাখা সাড়ে ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয় অভিযান চালিয়ে কালিঘাটের ‘মাহের ব্রাদার্স’ নামক একটি দোকান থেকে এই তেল উদ্ধার করে। উদ্ধার করা তেল ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া, অন্য একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।

ফখরুল ইসলাম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এ সময় কালিঘাটে ‘মাহের ব্রাদার্স’ নামক একটি দোকানে অবৈধভাবে রাখা ৫ হাজার লিটার তেল পাওয়া গেছে। আমরা এই তেল উদ্ধার করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দিয়েছি। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
যেসব অঞ্চলে বৃষ্টির আভাস
X
Fresh