• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বড়দিয়ায় মজুত করা তেল বেশি দামে বিক্রয় করায় জরিমানা 

নড়াইল প্রতিনিধি

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ২১:০৭

নড়াইল জেলার কালিয়া উপজেলায় আগে কম দামে কিনে মজুত করে রাখা সয়াবিন তেল এখন বেশি দামে বিক্রয় করায় মিন্টু দাশ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় অন্য আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) বড়দিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক, মোঃ রাজীব হোসেন ও বিউটি আক্তার এই জরিমানা করেন।

প্রনব কুমার প্রামানিক বলেন, সয়াবিন তেল সরবরাহ পরিস্থিতি তদারকি করতে আজ বড়দিয়া বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় আগের মজুত করা তেল বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ও মূল্য তালিকা না থাকায় অন্য আরেক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি বরেন, মিন্টু দাশের দোকানে আগের কেনা বোতলজাত সয়াবিন তেলের মূল্য লেখা আছে ১৬০ টাকা। কিন্তু তিনি ওই তেল এখন বিক্রি করছেন ১৯৮ টাকায়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারার লঙ্ঘন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া, মূল্য তালিকা না থাকায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
X
Fresh