• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ১৮:৫৫

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয়বারের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ মে) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপজেলার কুঁড়িপাড়া চৌরাস্তা ও বাগে জান্নাত জামে মসজিদ রোডে অভিযান চালানো হয়। এ সময় প্রায় চার কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, এর আগেও দুই দফা কুঁড়িপাড়া চৌরাস্তা, বাগে জান্নাত জামে মসজিদ রোড, ইস্পাহানি বাজার ও চাপাতলা এলাকায় প্রায় আট হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন করার পরপরই আবারও তা সংযুক্ত করে ফেলে অবৈধ ব্যবহারকারীরা।

এ নিয়ে তৃতীয়বারের মতো এই সংযোগ বিচ্ছিন্ন করা হলো।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা : কাদের
বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় টুরিস্ট খাতে প্রভাব পড়বে না : ডিআইজি টুরিস্ট
X
Fresh