• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে যায় হাঁসের বাচ্চা, বিনিময়ে আসে ফেনসিডিল-ইয়াবা

মৌলভীবাজার প্রতিনিধি

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ১৭:৫১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয় হাঁসের বাচ্চা। বিনিময়ে আসে মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক।

মঙ্গলবার (১০ মে) সকালে হুমায়ূন মিয়া নামে এ চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি-৫৫ ব্যাটালিয়ানের সিন্দুরখান বিওপির জোয়ানরা।

এ সময় তার কাছ থেকে ৩৮০টি হাঁসের বাচ্চা, ভারত থেকে আনা বিভিন্ন প্রকারের ৯ বোতল মদ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমণ্ডল গ্রামে। আটকের পর হুমায়ূনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদা মো. তফাজ্জল হোসেন জানান, এ চক্র দীর্ঘ দিন ধরে ভারত থেকে কৌশলে মাদক নিয়ে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে চক্রের এক সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
হিমায়িত ফেনসিডিল উদ্ধার, যা বলল পুলিশ
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
সড়ক বিভাগের গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ৩
X
Fresh