টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১০ মে ২০২২, ১৫:২৩
মাটিচাপা পড়ে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলের আশেকপুরে কুপ খননের সময় মাটিচাপা পড়ে দুইজন নিহত হয়েছে।
নিহত দুইজন হলেন বাসাইল উপজেলার কাশিল পাল পাড়া এলাকার অনাথ পালের ছেলে নিধন পাল ও ঝুটু পালের ছেলে আনন্দ পাল।
জানা যায়, মঙ্গলবার (১০ মে) সকালে কুপ খননের জন্য করতে টাঙ্গাইলের আশেকপুরে আসেন দুই জন।কুপ খননের সময় তারা যখন ১০ ফিট নিচে, তখন কুপের চারপাশ থেকে মাটি পড়ে। পরে স্থানীয় লোকজন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আশেকপুর ইন্দারা পাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মাটিচাপা পড়ে। পরে স্থানীয় লোকজন আমাদের জানালে ঘটনাস্থালে গিয়ে তাদের উদ্ধার করি।
মন্তব্য করুন