• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উপকূলে ফিরছে মাছ ধরার ট্রলার

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ১১:৫২
বরগুনায় ফিরেছে শত শত মাছ ধরা ট্রলার
মাছ ধরার ট্রলার

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গভীর সমুদ্র উত্তাল থাকায় বরগুনার পাথরঘাটা ও তালতলীতে ফিরেছে শত শত মাছ ধরা ট্রলার। ইতোমধ্যেই কয়েক শ ট্রলার বলেশ্বর নদ এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে কৃষক। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ থাকায় আতঙ্কে উপকূলবাসী।

ঘূর্ণিঝড় 'অশনি'র প্রভাবে উপকূলের ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারী বৃষ্টির কারণে পরিপক্ক হয়ে ওঠা এসব ফসলের বেশির ভাগই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মুগডাল, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, মরিচ, বোরো ধান, গ্রীষ্মকালীন সবজি, আম, কাঁঠাল ও লিচুর মতো ফলের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া আরটিভি নিউজকে বলেন, গভীর সমুদ্র উত্তাল থাকায় বেশ কিছু ট্রলার নিরাপদে আসতে পেরেছে। এখন পর্যন্ত কয়েক শ’ ট্রলার সুন্দরবনসহ বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয়ে নিয়েছে। তবে এখনও কিছু ট্রলার সাগরে রয়েছে সেগুলো ফিরে আসতে রওনা হয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সমুদ্র উত্তাল হওয়ায় অধিকাংশ মাছধরা ট্রলার ঘাটে ফিরেছে। অনেকে সুন্দরবনের দুবলা, আলোরকোল, মেহেরআলী এলাকায় আশ্রয় নিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেক আইডিতে প্রেম, দেখা করতে গিয়ে যুবক ধরা
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
X
Fresh