পটুয়াখালী (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ
'আগামীতে দেশের অর্থনীতিতে দক্ষিণাঞ্চলের কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে'

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ঝড়, বন্যা, জলোচ্ছাস ও লবনাক্ততার কারণে এক সময় পটুয়াখালীর জমি এক ফসলি ছিল। কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপে এসব জমি এখন দুই থেকে তিন ফসলি জমিতে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশের অর্থনীতিতে দক্ষিণাঞ্চলের কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (৯ মে) দুপুরে পটুয়াখালীতে কৃষি খেত পরিদর্শন শেষে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দুর্যোগের আগে এবং পরে কৃষকদের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা যায়, সেজন্য আগে থেকেই কৃষি বিভাগ কাজ করছে। এ বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া আছে। যে সব জমির ধান ৮০ শতাংশ পাকা হয়ে গেছে, সেসব ধান কেটে ফেলার জন্য বলা হয়েছে। এছাড়া যতটুক সম্ভব মাঠের ফসল দ্রুত সংগ্রহ করার পাশাপাশি কৃষকদের নিরাপদে থাকতে হবে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি ঘূর্ণিঝড় অশনির বৈরি আবহাওয়া উপেক্ষা করে সোমবার দুপুরে পটুয়াখালী সফরে আসেন এবং তিনি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের একটি মুগডালের ক্ষেত এবং কালিকাপুর ইউনিয়নের একটি বোরো ধানের খেত পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষক-কিষাণীদের সঙ্গে কথা বলেন।
মন্তব্য করুন