লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ
ঘূর্ণিঝড় অশনি : লক্ষ্মীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় 'অশনি'র প্রভাবে লক্ষ্মীপুরে উপকূল জুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু রয়েছে। সোমবার (৯ মে) সকাল থেকে সূর্যের আলো দেখা যায়নি। কখনও আকাশ মেঘলা, আবার কখনও গুমোট থাকায় উপকূলের মানুষের মাঝে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে। বিকেল থেকে শুরু হয়েছে মূষলধারে বৃষ্টি।
এদিকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম জানিয়েছেন, তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেডক্রিসেন্ট সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্য।
তারা মেঘনা উপকূলে সুতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা কর্মকর্তা।
মন্তব্য করুন