• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কারওয়ান বাজারে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২২, ১৮:৫৩
কারওয়ান বাজারে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা
ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে মজুত করা তেল বেশি দামে বিক্রি করায় এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মে) বিশেষ অভিযান চালিয়ে শাহ মিরন জেনারেল স্টোরকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল জানান, আগের কম দামে কেনা তেল মজুত করে বর্তমান রেটে বিক্রি করায় এ জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে অন্যান্য প্র‌তিষ্ঠা‌নকে সতর্ক কর‌তেই কম জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। একই অপরাধ আবারও করলে বড় অঙ্কের জ‌রিমানাসহ মামলা ও প্র‌তিষ্ঠান সিলগালা করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ মে) বিকেলে খোলা সয়াবিন তেল ১৪০ টাকা থেকে ১৮০ টাকা করা হয়। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৬০ টাকা থেকে ১৯৮ টাকা করা হয়। এর ফলে যারা আগের দামে তেল কিনে মজুত করে রেখেছেন তাদের অনেকেই এখন বর্তমান রেটে বেশি দামে তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh