• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাবাজার ঘাটে রাজধানীমুখী মানুষের ঢল

মাদারীপুর (শিপচর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২২, ১৬:২৬
বাংলাবাজার ঘাটে রাজধানীমুখী মানুষের ঢল

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে। এ সময় বাংলাবাজার ঘাটে ফেরি পারের জন্য প্রায় শতাধিক যানবাহন অপেক্ষা করছে।

রোববার (৮ মে) বিকেলে বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল থেকে ঘাট এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।

ঘাট সূত্রে জানা যায়, আজ রোববার (৮ মে) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। এ ছাড়া যাত্রী পারাপারে জন্য ১৫৫টি স্পিডবোট এবং ৮৫টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, আজ রোববার সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীর বাড়তি চাপ রয়েছে।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চঘাট এলাকায় যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। আজ রোববার দুপুর পর্যন্ত ২০ হাজারেরও বেশি যাত্রী বাংলাবাজার থেকে শিমুলিয়া গেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ঐতিহ্যবাহী ‘পৌষ মেলা’য় মানুষের ঢল
ভূঞাপুরে নৌকার মিছিলে মানুষের ঢল
X
Fresh