লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ০৮ মে ২০২২, ১১:৩২
একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ, থানায় জিডি

লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর।
শনিবার (৭ মে) রাত ১০টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
স্থানীয় চর কাদিরা ইউপির চরবসু গ্রাম থেকে সবাই একসঙ্গে এক কিশোরীর নানাবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা। এতে করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা।
সাধারণ ডায়েরি ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় চরবসু গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, জয়নাল আবদীনের মেয়ে মিতু আক্তার পরস্পর চাচাতো বোন, আবুল খায়ের চুন্নুর মেয়ে সিমু আক্তার ও মো. শামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার নিহা পরস্পর খালাতো বোন।
শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেলার আন্ডার চর গ্রামে নিহার নানাবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান তারা। কিন্তু তাদের বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে নানি পরিচয়ে আকলিমা নামের এক নারী থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের খুন, গুম ও পাচারের আশঙ্কা করা হচ্ছে।
পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকাবাসী খুব দ্রুত তাদের নিরাপদে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান বলেন, চার কিশোরী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন