• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ২১:৩৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি 

ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে।

শনিবার (৭ মে) সন্ধ্যার পর সড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। ফলে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, প্রায় ১৪ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা। রাতের বেলাতেও সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের অপেক্ষায় দাড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। বাস না পেয়ে ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলে অধিক ভাড়ায় গন্তব্যে যাচ্ছে তারা।

এলেঙ্গা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান জানান, সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। অনেক জায়গায় ধীর গতিতে চলছে যানবাহন। তবে কোথাও যানজট নেই। মহাসড়কে নিষ্ঠার সাথে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
মহাসড়কের পর ট্রেনে মই ব্যবসা
X
Fresh