• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমি যানবাহনের ধীরগতি

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ১৬:৫৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমি যানবাহনের ধীরগতি

ঈদের ছুটির শেষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে বৃষ্টি উপেক্ষা করে মানুষ রাজধানীতে ফিরছেন। এ সময় গাড়ির চাপে মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার সড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

শনিবার (৭ মে) দুপুরে মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। তবে প্রবল বৃষ্টিতে যান চলাচলে ধীরগতি থাকায় কর্মস্থলে ফেরা মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।

জানা গেছে, আজ শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলে বৃষ্টি শুরু হয়। এ কারণে মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার সড়কে ঢাকামুখী গাড়ির গতি কমে যায়। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। এ সময় ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে থাকা মানুষজন বৃষ্টিতে ভিজেই ফিরছেন রাজধানীতে।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, আজ শনিবার সকাল থেকেই মহাসড়কে রাজধানীমুখী গাড়ির চাপ রয়েছে। এজন্য বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে গাড়ির ধীরগতি রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোবাইল ফ্ল্যাশলাইটের ফাঁদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট 
X
Fresh