• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়, গরমে দুর্ভোগ চরমে

মাদারীপুর (শিবচর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ১৫:০৯
নৌ-রুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়, গরমে দুর্ভোগ চরমে

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে ঈদের ছুটির শেষ দিনে রাজধানীমুখী যাত্রীর ভিড় বেড়েছে। তবে প্রচণ্ড গরমে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ ঘাট এলাকায়।

শনিবার (৭ মে) দুপুরে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকেই ফেরিঘাটে উপচেপড়া ভিড় দেখা যায়।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীমুখী যাত্রীদের ভিড় বাড়তে থাকে শিবচরের বাংলাবাজার ঘাটে। লঞ্চ ও স্পিডবোট ঘাটে হাজারো যাত্রীর ভিড়। সকালে লঞ্চগুলোতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহনের অভিযোগ ছিল। তবে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের টিমের তদারকিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণে আসে। এদিকে প্রচুর গরমে অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, রোববার সকাল থেকেই নৌযানে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। ধারণক্ষমতা অনুযায়ী যাত্রীদের লঞ্চে উঠানো হচ্ছে। যাত্রী চাপ বেশি থাকায় দ্রুততার সঙ্গে লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, নৌ-রুটে ৮৭টি লঞ্চ চলছে। তবে ঢাকাগামী যাত্রীদের চাপ বেশি থাকায় ৭ থেকে ১০ মিনিটের মাথায় একেকটি লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে শিমুলিয়া থেকে লঞ্চ আসার অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্দ্বীপে যাত্রী বোটে ডাকাতি
‘ঢাকার চারপাশে সার্কুলার নৌ-রুট পুনরায় চালু করা হবে’
ভারত-বাংলাদেশ অর্থনীতিতে গতি আনবে মায়া-সুলতানগঞ্জ নৌ-রুট : প্রণয় ভার্মা
X
Fresh