নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ০৬ মে ২০২২, ২১:৫৬
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নীলফামারীর জলঢাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রব্বানী (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) বিকেলে জলঢাকা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, নিহত রব্বানি উপজেলার পশ্চিম শিমুল বাড়ি এলাকার বাসিন্দা এবং সে নারায়ণগঞ্জের একটি রড কারখানায় কাজ করত। তবে তাৎক্ষণিকভাবে পরিবারের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, বিকেলে হালকা বৃষ্টি পড়ছিল। মোটরসাইকেলের সঙ্গে রংপুর থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
মন্তব্য করুন