• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কদমতলীতে রোলার কোস্টার থেকে ছিটকে কিশোরের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৩ মে ২০২২, ১৮:৩৬
ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কদমতলী এলাকায় 'বুড়িগঙ্গা ইকোপার্ক' নামের একটি প্রতিষ্ঠানে খেলার রাইড রোলার কোস্টারে চড়ে মো. রাব্বি (১৩) নামে এক কিশোর। রোলার কোস্টার চালু করলে তিনি ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাব্বি পরিবারের সঙ্গে রাজধানীর গেন্ডারিয়ায় থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর জানান, ঈদের দিন ঘোরাঘুরি করতে রাব্বি তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। এসময় তারা বুড়িগঙ্গা ইকোপার্কে যায়। সেখানে রাব্বি রোলার কোস্টারে উঠে। রাইডের এক পর্যায়ে রাব্বি রোলার কোস্টার থেকে নিচে পড়ে আহত হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পায় রাব্বি। বিষয়টি আপাতত দুর্ঘটনা মনে হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই দীপঙ্কর।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh