• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাতে কালবৈশাখী ঝড় হতে পারে যেসব স্থানে

আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২২, ১৯:০১
রাতে কালবৈশাখী ঝড় হতে পারে যে সব স্থানে

রাতে কালবৈশাখী ঝড় হতে পারে দেশের বিভিন্ন স্থানে। দেশের কাছাকাছি অঞ্চলে তিনটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব দিকে ও পশ্চিমবঙ্গের আসানসোল নামক স্থানে এসব ঝড় ঘনীভূত হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের কোথাও কোনো সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র ও বাংলাদেশ বিমানবাহিনী যশোর রাডার থেকে প্রাপ্ত সূত্রে এ চিত্র ফুটে উঠেছে।

দেশের খুলনায় ৮টা থেকে ১১টার মধ্যে ঝড় হতে পারে, বরিশাল হতে পাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে এবং রাত ১১টা থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি প্রবাহিত হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে ঝাড়খণ্ডে সৃষ্টি হওয়া কালবৈশাখী ঝড় দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে রাত ৮টার পর থেকে। এ সময় যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখী ঝড় শক্তি হারিয়ে ফেললেও তাদের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে সকালে আবহাওয়া বিভাগ জানায়, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
যেসব জায়গায় হতে পারে শিলাবৃষ্টি
আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি
X
Fresh