• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে দু’ পক্ষের সংঘর্ষে নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০১৭, ১৫:৫৬

রাস্তা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের চর সিরতা গ্রামে দু’ পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২ জন নিহত হয়েছেন। জানালেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

শুক্রবার সকালে রাস্তা তৈরির কাজে বাধা দেয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, হাফিজ উদ্দিন ও মনু মিয়া চাচাতো ভাই। শুক্রবার গ্রামের রাস্তা তৈরি নিয়ে হাফিজের সঙ্গে মনু মিয়াসহ অন্যদের ঝগড়া বাধে। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দা, ফালা, বল্লম ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মনু মিয়ার স্ত্রী সাফিয়া বেগম নিহত হন।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh