• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্বামীর দেয়া আগুনে স্ত্রীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০১৭, ১৪:৩০

সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর দেয়া আগুনে পুড়ে দগ্ধ গৃহবধূ টুম্পা খাতুন মারা গেছেন। জানালেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন।

শুক্রবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাইদুল ইসলাম বলেন, নিহত টুম্পার স্বামী সাইফুল ইসলাম পেশায় মৎস খামারী। পাশাপাশি তিনি এলাকায় যাত্রাদল পরিচালনা করেন। যাত্রার সুবাধেই তার সঙ্গে গোপালগঞ্জের মেয়ে টুম্পার পরিচয় ও বিয়ে হয়।

তিনি বলেন, টুম্পা খাতুন সাইফুলের ৫ স্ত্রীর মধ্যে তৃতীয়। মাসখানেক আগে যাত্রাদলের এক নারীকে বিয়ে করার পর টুম্পার সঙ্গে সাইফুলের বিরোধ শুরু হয়। এর জের ধরে ১০ জুন রাতে সাইফুল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

এতে টুম্পার শরীরের বেশিরভাগ জায়গা পুড়ে যায়। প্রথমে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই তিনি মারা যান।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh