logo
  • ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৭

সৈনিক আজিজের বাড়িতে শোক

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৫ জুন ২০১৭, ১৭:২৮ | আপডেট : ১৫ জুন ২০১৭, ১৭:৪৭
পাহাড় ধসে মাটিচাপা মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন সেনাবাহিনীর সৈনিক মো. আজিজুর রহমান।

ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার ৫০ ফুট গভীর খাদ থেকে উদ্ধার করা হয় ৩১ বছর বয়সী এ বীর সেনার মরদেহ।

মাদারীপুর সদর উপজেলার শ্রীনাদী বাজিতপুর গ্রামের খলির বেপারীর ছেলে আজিজ ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ৪ বছর আগে বিয়ে করেন একই জেলার রাজৈর উপজেলার দুর্গাবর্দী গ্রামের নিপাকে। তাদের তাহাসিন নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মঙ্গলবার পাহাড় ধসে সৈনিক আজিজের নিখোঁজের সংবাদ শোনার পর থেকেই পরিবারে চলে আর্তনাদ। বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধারের সংবাদে গ্রামের বাড়িতে কান্নার রোল পড়ে।

আজিজের অকাল মৃত্যু মেনে নিতে পারেননি মা-বাবা, বোনসহ পরিবারে সদস্যরা। স্বামীর অকাল মৃত্যুতে পাথর হয়ে গেছেন স্ত্রী নিপা। কথা বলছেন না কারো সঙ্গে।

নিহত সৈনিক আজিজসহ সেনাবাহিনীর একটি দল পাহাড় চাপায় নিহত ও আহতদের উদ্ধার করতে গিয়ে তারাও মাটি চাপা পড়েন। এ ঘটনায় মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীরসহ আরো ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। সব শেষ বৃহস্পতিবার তানভীরের মরদেহ উদ্ধার করা হয়।

এইচটি/সি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়