• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ১৪ জুন ২০১৭, ১২:৪৯
সাম্প্রতিক ছবি

প্রবল বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার হোয়াইকংক্য ইউনিয়নের সাতঘরিয়া এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মো. সেলিম (৪২) ও তার মেয়ে কিশোমনি (৩)।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেলো সন্ধ্যা থেকে টেকনাফে ভারী বর্ষণ শুরু হয়। হঠাৎ করেই পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা মাটি সরাতে গেলে একসঙ্গে বাবা-মেয়ের মরদেহ দেখতে পায়।

পরে প্রতিবেশিরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের বের করেন।

এদিকে দু’দিনের টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে ৪ সেনা সদস্যসহ ৯৮, চট্টগ্রামে ৩১, বান্দরবানে ৬ জন নিহত হয়েছেন

বৃষ্টির কারণে রাস্তার প্লাবিত হয়ে মাটি সরে যাওয়ায়, কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে।

আর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh