• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাহাড় ধসে সেনাসদস্যসহ নিহত শতাধিক (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৭, ১৯:২৪

ভারী বষর্ণের কারণে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে ৪ সেনা সদস্যসহ শতাধিক মানুষ মারা গেছেন। এসময় আহত হন আরো অনেকেই। হতহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও চিকিৎসকরা। অন্যদিকে দু’দিনের টানা বৃষ্টিতে জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

এছাড়াও বান্দরবানে বিচ্ছিন্ন পাহাড় ধসের শঙ্কায় রয়েছে আরো ৩০ হাজার পরিবার।

রাঙ্গামাটি:

দু’দিনের টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে ২ সেনা কর্মকর্তাসহ ৮৮ জনের মৃত্যু হয়েছে।

জেলাপ্রশাসক মানজারুল মান্নান বলেন, সোমবার রাত থেকে সকাল পর্যন্ত রাঙ্গমাটি সদর উপজেলার রাঙ্গাবালী, শিমুলতলি, মানিকতলীসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর মধ্যে নিহত ১১ জনের মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে।

বান্দরবান:

বান্দরবানেও পাহাড় ধসে ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। ভোর রাতে কালাঘাটার দুই স্থানে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে মাটি চাপা পড়ে থাকা লাশ ও আহতদের উদ্ধার করে।

চট্টগ্রাম:

ভারী বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের ২৫ জন নিহত হয়েছেন। রাঙ্গুরিয়ায় ১৯ জন, চন্দনাইশে ৪ জন, বাঁশখালীতে ১ জন ও চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় দেয়াল ধসে ১ জন নিহত হয়েছেন।

এসময় আরো বেশ কয়েকজন আহত হন। পরে নগরীর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসবাসকারীদের সরে যেতে নির্দেশ দেন জেলা প্রশাসন। এছাড়াও দু’দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে রাস্তার প্লাবিত হয়ে মাটি সরে যাওয়ায়, তিন জেলার বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh