• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী চায়না সিচুয়ান কমার্স ডিপার্টমেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৭, ২২:০৮

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ সম্ভাবনাময় খাতে চীনের বিনিয়োগের আগ্রহ আছে বলে জানিয়েছেন চায়না সিচুয়ান কমার্স ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ঝ্যাং ইং।

বুধবার সকালে চট্টগ্রামের ওয়াল্ড ট্রেড সেন্টারে চায়না সিচুয়ান কমার্স ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ঝ্যাং ইং নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদল দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মতবিনিময়কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহযোগিতার প্রশংসা করেন।

তিনি উভয় দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ হতে ব্যাপক পরিমাণে রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী প্রবেশে চীন সরকারের আরো সহযোগিতা কামনা করেন। এ সময় চট্টগ্রাম চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh