• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিশু সন্তানের আম চুরির অপবাদে মাকে নির্মম নির্যাতন (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০৫ জুন ২০১৭, ১৭:৩৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিশু সন্তানের আম চুরির মিথ্যা অপবাদে গৃহপরিচারিকা মাকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনকারী নারী এক বিচারিক কর্মকর্তার স্ত্রী এবং তার বিরুদ্ধে এর আগেও শিশু গৃহকর্মী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছিল।

একটি আম। হ্যাঁ কেবল একটি আমের জন্য প্রাণ যেতে বসেছিল আমেনা বেগম নামে এক নারীর।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই গৃহপরিচারিকা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন তার তিন বছরের শিশু সন্তানের আম চুরির মিথ্যা অপবাদে। নির্যাতন করেছেন নাতাশা নামে এক নারী যিনি ফরিদপুরে কর্মরত এক বিচারিক কর্মকর্তার স্ত্রী।

ভুক্তভোগী নারী এবং স্থানীয়দের অভিযোগ সেই বিচারিক কর্মকর্তার সামনেই নির্যাতনের ঘটনা ঘটে। এর আগে ২০১৫ সালেও শিশু গৃহকর্মী বিথিকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছিল এই দম্পতির বিরুদ্ধে।

তবে স্থানীয়রা বলছেন, নির্যাতনকারীরা মৃত্যু হয়েছে ভেবে আমেনাকে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে। সেখান থেকে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় তার ঠাঁই হয় হাসপাতালে।

মায়ের এই অবস্থা কোনোভাবেই মানতে পারছে না চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোহানা। সরকারের কাছে সে এর সঠিক বিচার দাবি করেছে।

চুয়াডাঙ্গা লোকমোর্চা সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন জানান, নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে অসহায় আমেনা বেগমকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হয়।

তবে এই ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh