• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক 

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২২, ১৯:২৫
অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক 
আটককৃত ব্যক্তি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গাইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার থেকে সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকের নামে মামলার পর তাকে থানায় পাঠানো হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ব্যক্তি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে পাষান আলী (৩৬)।

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার খালেদুর রহমান বলেন, আটককৃত পাষান আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে নদী পথে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে সীমান্তের দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার থেকে তাকে আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃত পাষান চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। তাকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের দা‌য়ে মামলা হয়েছে। তাকে আগামীকাল রোববার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
X
Fresh