• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধের জেরে হামলায় যুবক আহত, ইউপি সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার), আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ২৩:৫৫
জমি নিয়ে বিরোধের জেরে হামলায় যুবক আহত, ইউপি সদস্য আটক
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে জমি বিরোধের জেরে হামলা চালিয়ে অপর পক্ষের হেলাল উদ্দিন নামের এক যুবককে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে হাত থেকে আঙুল বিচ্ছিন্ন ও মাথায় গুরুতর জখম নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) বাহার ছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি মৃত সোলাইমানের ছেলে হেলাল উদ্দিন (৩৮)।

ওইদিন রাতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় নবনির্বাচিত আমান উল্লাহ নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। নির্বাচিত হওয়ার একমাস না পেরোতেই তিনি আটক হন।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম আটকের সংবাদের সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে ওই ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে মামলা রুজু করা হয়। বাকিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমআই /টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
X
Fresh