• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ২৩:৩২
ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, সাড়ে ৮ লাখ টাকা জরিমানা
ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দুইটি ও দামুড়হুদা উপজেলার দুইটি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এরমধ্যে সদর উপজেলার অ্যাপেক্স ইটভাটাকে ২ লাখ টাকা, এমএলএস ইটভাটাকে ৩ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার এমএমএন্ডবি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা ও রাইসা ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
জিম্মি জাহাজে সামরিক অভিযান চায় না মালিকপক্ষ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪ 
X
Fresh