Mir cement
logo
  • ঢাকা রোববার, ২২ মে ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ১৩:৫১
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:১১

লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, নিখোঁজ জেলে

লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, নিখোঁজ জেলে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আ‌ড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি নৌকা ডু‌বে গেছে। এতে নৌকায় থাকা এক জেলে নিখোঁজ ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নৌ-ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

নিখোঁজ জেলে ওই এলাকার ইসমাইল খানের ছেলে মাসুম খান। আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।

স্থানীয়দের বরাতে বরিশাল নৌ-ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খোরশেদ আলম জানান, বুধবার (২৬ জানুয়ারি) রাতে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যান জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন। তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙর করে ঘুমিয়েছিলেন। পরে রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যান তারা।

তিনি আরও জানান, নিখোঁজ জেলে মাসুম খানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে নিখোঁজের উদ্ধারকাজে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জিএম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS