• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ১২:১৮
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি: আরটিভি নিউজ

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান লিটন জানান, বুধবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস ছিল। দিনটি উপলক্ষে গতকাল ভারতে সরকারি ছুটি ছিল। এ জন্য দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রেখেছিলেন। একদিন বন্ধের পর আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। অন্য দিনের মতো ভারত থেকে পণ্য নিয়ে আসা গাড়িগুলো থেকে পণ্য খালাস করে দেশীয় ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করতে পানামা পোর্ট সহযোগিতা করছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
X
Fresh