• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

রাজবাড়ী প্রতিনিধি

  ২৬ জানুয়ারি ২০২২, ২৩:৫২
উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষা কর্মকর্তাদের নাম ভাঙিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

জানা গেছে, কিছুদিন আগে কলেজপর্যায়ে উপবৃত্তির তালিকা প্রকাশ করা হয়। এরপর থেকে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার পরিচয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ফোন দেয় প্রতারক চক্রটি। ফোনে শিক্ষার্থীদের নাম-ঠিকানা, রোল নাম্বার বলায় অভিভাবকের বিশ্বাস তৈরি হয়। এরপর উপবৃত্তির টাকা পেতে মোবাইলে যে পিন নাম্বার গেছে সেটি তাড়াতাড়ি দিতে বলা হয়। সেই পিন নাম্বার দেওয়ামাত্রই টাকাও উধাও হয়ে যায়।

গোয়ালন্দ উপজেলার আবদুল হালিম মিয়া কলেজের অন্তত ২০-২৫ জন শিক্ষার্থীর কাছে থেকে এভাবে প্রতারণা করে উপবৃত্তির টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আসলে ছাত্র-ছাত্রীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। কারণ, টাকা সরাসরি তাদের বিকাশ নাম্বারে চলে যায়। তারা যদি পিন নাম্বার বলে দেয় আমরা কি করতে পারি? তাছাড়া আমাদের পরিচয় দিলে শিক্ষার্থীদের উচিত ছিল প্রিন্সিপালকে জানানো।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারক চক্রের বিষয়ে তিতাস গ্যাসের যে বার্তা
গোপালগঞ্জে নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
টাকা দিলেই রোহিঙ্গারা পেত নাগরিকত্ব সনদ
নোয়াখালীতে ৪৩ হাজার শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ
X
Fresh