• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পথচারীকে ধাক্কা দিয়ে ছিনতাই, আটক ৭

চট্টগ্রাম প্রতিনিধি : আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ২১:০৯
পথচারীকে ধাক্কা দিয়ে ছিনতাই, আটক ৭

পথচারীকে ইচ্ছে করে ধাক্কা দেয় অজ্ঞাত এক যুবক। এরপর শুরু করে ঝগড়া। একপর্যায়ে সুযোগ বুঝে অস্ত্র দেখিয়ে পকেটের এক লাখ টাকা হাতিয়ে নেয় সেই যুবক। ঘটনাটি ঘটে সোমবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের জুবলি রোডে।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পথচারীর অভিযোগে অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে নয়াবাজার ও টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রকি (২৪), রফিকুল ইসলাম বাপ্পি (২৭), মো. সাইফুল ইসলাম (৩০), মো. তৌহিদুল ইসলাম তপু(২৪), মো. জসিম উদ্দিন (২২), মো. সাহাবুদ্দিন (৩২) ও মো. তাজুল ইসলাম (৩৪)।
বুধবার (২৬ জানুয়ারি) বিকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, তারা পেশাদার ছিনতাইকারী। ইচ্ছে করে ঝগড়া বাঁধিয়ে কৌশলে তারা সবকিছু ছিনিয়ে নেয়। জুবলি রোডে ব্যাংক ফেরত এক পথচারীকে টার্গেট করে তারা এ ঘটনা ঘটায়। পরে অভিযোগ পেয়ে ছিনতাইয়ের কিছু টাকা ও অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ৭
ফের সিটি করপোরেশনের গাড়িচাপায় পথচারী নিহত
মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযান, জাটকাসহ আটক ৭
X
Fresh