• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাংবাদিকের ওপর হামলা, উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

নওগাঁ প্রতিনিধি : আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৩
সাংবাদিকের ওপর হামলা, উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

নওগাঁর সাপাহারে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের বিরুদ্ধে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মারধর, অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকির দেওয়ার অভিযোগ এনে এই জিডি করা হয়েছে।

অভিযোগকারী সাংবাদিকের নাম জুয়েল রহমান। তিনি দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে করা জিডিতে জুয়েল রহমান অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের ছেলে মেহেদী হাসান সরকার (৩২) টাকা আত্মসাতের অভিযোগের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি তার ফেসবুকে আইডিতে হাসান সরকারকে কারাগারে পাঠানোর বিষয়ে গতকাল বিকেলে একটি স্ট্যাটাস দেন। ফেসবুকে এই স্ট্যাটাস দেখার পর গতকাল রাত সাড়ে ৮টার দিকে সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার দলবল নিয়ে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে সাংবাদিক জুয়েলের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় নার্গিস সরকার তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন।

অভিযোগকারী জুয়েল রহমান বলেন, ‘আমার ওপর মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। হামলার ঘটনার সিসি টিভি ফুটেজ পুলিশকে দেখিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার দাবি করেন, ‘সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।সাংবাদিক জুয়েলের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। আমার ছেলের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে এটা সঠিক। কিন্তু ওই সাংবাদিক লিখেছে আমার ছেলে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা, টাকা আত্মসাৎ করেছে; যা সম্পূর্ণ মিথ্যা। এসব ভুল তথ্য দেওয়ার জন্য তার কাছে জবাব চাইতে গিয়েছিলাম। তার গায়ে কোনো হাত তুলিনি।’

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন,
মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
X
Fresh