• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিজেলের দাম বাড়ায় বেড়েছে বোরো ধানের উৎপাদন খরচ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১৫:৪২

ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি বছর বেড়েছে বোরো ধানের উৎপাদন খরচ। ফলে লোকসানের চিন্তায় নওগাঁর চাষিরা। চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা ও মাড়াই পর্যন্ত চার থেকে পাঁচ হাজার টাকা বেশি খরচ হবে বলে জানান তারা। এ অবস্থায় ধানের দাম ভালো পেলে চাষিরা লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে আশা কৃষি বিভাগের।

নওগাঁ জেলার বৃহত্তম বিল দিঘলী বিল। এই বিলে প্রতিবছর প্রায় ৮০০ হেক্টর জমিতে ধান উৎপাদন করে থাকেন এ জেলার চাষিরা। তবে চলতি বছর ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়া দুশ্চিন্তার ভাজ চাষিদের কপালে।

কৃষকরা জানান, ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে সঙ্গে বেড়েছে দিন মজুরদের খরচও। ফলে বোরো মৌসুমে বিঘা প্রতি ১৪ থেকে ১৬ হাজার টাকা খরচ হলেও তা বেড়ে দাঁড়িয়েছে ২০ থেকে ২২ হাজার টাকা।

নওগাঁ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুল ওয়াদুদ জানান, ধানের বাজার মূল্য ভালো হওয়ায় লক্ষ্যমাত্রার তুলনায় এবার বেশি বীজতলা তৈরি করেছেন চাষিরা। তাই উৎপাদন খরচ বেশি হলেও চাষিরা ভালো দামে ধান বিক্রি করে লোকসান কাটিয়ে উঠতে পারবেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরম বাড়তেই ঈদের পর ফের বেড়েছে তরমুজের দাম 
ঈদের আগে আরও বেড়েছে মাংসের দাম
কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়
হিলিতে বেড়েছে সব ধরনের মুরগির দাম
X
Fresh