• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মান্দারীটোলা সড়কে ঢালাইয়ের একদিন পরই ফাটল

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১৫:০১

চট্টগ্রামের সীতাকুণ্ডের মান্দারীটোলা ‘সি’ সড়কে ঢালাইয়ের একদিন পরই ফাটল ধরেছে। সেটা ঢাকার জন্য চলছে জোড়াতালিও। রাস্তাটির সংস্কারে পুরাতন কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা ‘সি সড়ক’ সংস্কারকাজে দুটি প্রকল্পের মাধ্যমে ১৩ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার ১৮৩ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও সড়কের আশপাশে অবস্থিত শিল্পকারখানার মালিকরা নিজেদের অর্থায়নে সড়কের নালা ও কালভার্ট তৈরি করে দিয়েছেন। এর পরও সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ বিরুদ্ধে।

শুধু তাই নয় ঢালাইয়ের একদিন পরই প্রায় আধা কিলোমিটার রাস্তায় ফাটল দেখা দিয়েছে। রাস্তা সংস্কারে পুরাতন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছে এলাকাবাসী।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার ফরিদ উদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে উত্তেজিত হয়ে যান তিনি।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, আমার জানামতে রাস্তা নির্মাণে কোনো অনিয়ম হয়নি। যদি এরকম কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তবে কি প্রিয়াঙ্কা-পরিণীতির সম্পর্কে ফাটল
‘ঈদের পরই পুরান ঢাকার রাসায়নিক গুদামে চিরুনি অভিযান’
অফিস ছুটির পরই গন্তব্যে রওনা দেওয়ার আহ্বান
ব্যায়াম করতে গিয়ে ফাটল কপাল, চার সেলাই নিয়ে ফিরলেন মমতা
X
Fresh