• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে করোনায় আক্রান্তের হার ৪১.৯৭ শতাংশ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১২:৩৩
বরিশালে করোনা আক্রান্ত হার ৪১.৯৭ শতাংশ
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এ সময় করোনা আক্রান্ত হয়েছেন ৩২১ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ জন। শনাক্তের হার ৪১.৯৭ শতাংশ।

বুধবার (২৬ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯২ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১২৪ জন।

পিরোজপুরে নতুন ৬৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১১ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৭ জন।

বরগুনায় নতুন ২১ জনের শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪ জন। মোট মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন। ঝালকাঠিতে নতুন ৩০ জনের শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।

ভোলায় নতুন ৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৯ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে তিনজন ভর্তি হন। হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ, ১০ জন আইসোলেশনে রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৬৮ জন পজিটিভ ও ৯৪ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলা-ভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ১২৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩১ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩১৬ জন। মোট মারা গেছেন ২৩০ জন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ওমরাহ করতে গিয়ে ১১ বছর পর হারানো ছেলেকে খুঁজে পেলেন মা
৯০ বছর ধরে সংরক্ষিত বইয়ের মানব চামড়ার মলাট সরিয়ে নিলো হার্ভার্ড
নাবালকেরা সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারবে না
X
Fresh