• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১০:৫২
পঞ্চগড়ে নামতেপারে তীব্র শৈত্য প্রবাহ 
ছবি: আরটিভি নিউজ

উত্তরের জেলা পঞ্চগড়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এ সময় ঘন-কুয়াশায় ঢেকে গেছে চারদিক। সেই সঙ্গে ঠান্ডা বাতাসে কাবু জনজীবন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড়ে সূর্যের দেখা নেই। এতে করে হেডলাইট জ্বালিয়েও যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দিনের বেশিরভাগ সময়ে সূর্যের দেখা নেই। মাঝেমধ্যে সূর্য উকি দিলেও রোদের উত্তাপ নেই। দিনভর থাকছে প্রচণ্ড শীত।

এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে ২০ থেকে ২৫ ডিগ্রির ঘরে এসেছে। তিন নটিকেল মাইল বেগে বাতাস বইছে পঞ্চগড়ে। সেই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত বাতাসের আদ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ।

আবহাওয়া অফিস জানান, পঞ্চগড়ের তাপমাত্রা আরও কমে গিয়ে সেখানে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ নামতে পারে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
বাগেরহাটে তীব্র তাপদাহ, জনজীবনে স্থবিরতা
আবহাওয়া নিয়ে নেই সুসংবাদ, তীব্র তাপদাহ আরও বাড়তে পারে
যশোর অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
X
Fresh