• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে সূর্যের দেখা নেই, হতে পারে বৃষ্টি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ০৯:২০
হিলিতে সূর্যের দেখা নেই, হতে পারে বৃষ্টি
ছবি: আরটিভি নিউজ

দিনাজপুরের হিলিতে পশ্চিম ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকেই চলছে সূর্যের লুকোচুরি খেলা। এদিকে শীতের প্রকোপের ফলে ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। অন্যদিকে দিনের বেলা সূর্যের দেখা মিললেও তাপ মিলছে না। বিকেল থেকেই শীতের প্রকোপও বেড়ে যাচ্ছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে ৯টা পর্যন্ত কুয়াশার কারণে কোনো প্রকার সূর্যের দেখা মেলেনি। চারদিকে ঘন-কুয়াশার চাদরে ঢেকে আছে। আকাশে মেঘ জমেছে। যেকোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বুধবার (২৬ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কি.মি.। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

তিনি আরও জানান, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
যেসব জায়গায় স্বস্তির বৃষ্টি হতে পারে
তাপপ্রবাহ আরও তিন দিন, স্বস্তির বৃষ্টি হতে পারে যেসব জায়গায় 
X
Fresh