Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৮ মে ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ০৮:৩০
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯:২১

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২
ফাইল ছবি

নীলফামারীর দারোয়ানিতে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমির আলী জানান, নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানিতে একটি রেলগেট আছে, যেখানে কোনো গেটম্যান নেই। আজ বুধবার একটি অটোরিকশায় করে শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। লেবেল ক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস নামের ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গেছেন। এ ছাড়া আহত দুজনকে নীলফামীর জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, দুজন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল পাঠানো হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS