• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় ছাত্রলীগ ও ছাত্রদল ধাওয়া-পাল্টাধাওয়া

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৬
বগুড়ায় ছাত্রলীগ ও ছাত্রদল ধাওয়া পাল্টা-ধাওয়া
ফাইল ছবি

বগুড়ায় ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে শাবির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ছাত্রদলের প্রতীকী অনশনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই সংগঠনের নেতাকর্মীরা।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, বেলা ৩টা পর্যন্ত কর্মসূচি চালানোর প্রস্তুতি ছিল। দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা অনশন কর্মসূচিতে অতর্কিত হামলা চালায়। এতে কর্মসূচি ভুণ্ডল হয়ে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলাকারীদেরকে প্রতিহত করে। এসময় পুলিশ এসে ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধাওয়া করে।

জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ছাত্রলীগ কোনও হামলা করেনি। খোকন পার্ক সংলগ্ন নেসকো অফিসের গেটে আমিসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী চা পান করতে যাই। আমাদেরকে দেখে ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেয় এবং আমাদেরকে ধাওয়া করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে পাল্টা- ধাওয়া দেয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
X
Fresh