Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৭
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:২৮

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪ 

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪ 
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অটোরিকশা ছিনতাই করার জন্য মোশারফ হোসেন (২৪) নামে এক অটোচালককে খুনের ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) রায়হানুল ইসলাম। এর আগে সোমবার (২৪ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নান্দাইল উপজেলার মো. শাহজাহান সিকদার বাচ্চু মিয়ার ছেলে মো. শাহ জালাল সিকদার (২৫), মো. উজ্জ্বল মণ্ডলের ছেলে মো. শান্ত মণ্ডল (২০), মৃত আবদুল বারিকের ছেলে মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক (২৫) এবং সোহরাব উদ্দিনের ছেলে মো. মনির উদ্দিন (২৬)।

জানা গেছে, গত বছরের ২ নভেম্বর প্রতিদিনের মতো মোশাররফ হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজার থেকে গ্রেপ্তার চারজন রোগী নেওয়া লাগবে বলে ৩০০ টাকায় অটোরিকশা ভাড়া করে নান্দাইলের নধী হাজীপুর আমের মোরাটি বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে ছিনতাইকারীরা অটোরিকশাটি রাস্তায় রেখে বাড়ি থেকে রোগী আনতে মোশারফকে জোরাজুরি করে। তখন মোশারফ বিষয়টি বুঝতে পেরে বাড়িতে যেতে রাজি হয়নি। একপর্যায়ে চালকের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসতে থাকলে মোশারফকে তারা ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে রেখে চাবি মাটিতে পুতে রেখে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন বলেন, হত্যাকারীরা মূলত টাকার অভাবে পড়ে অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নেয়। চারজনের মধ্যে তিনজনই উচ্চশিক্ষিত। এর আগে তারা কোনো অপরাধে জড়িত ছিল না।

জিএম/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS