• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জমি দখল করতে গিয়ে প্রাণ গেলো যুবলীগ নেতার

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ০৪ জুন ২০১৭, ২৩:১০

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে স্থানীয় পৌর-যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।

রোববার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল ও তার সহযোগীরা জামসিং এলাকার কাদের বাহিনীর পক্ষে স্থানীয় ইয়াকুবদের চল্লিশ শতাংশ জমি দখল করতে যায়।

এ সময় প্রতিপক্ষরা একজোট হয়ে তাদের বাধাঁ দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন। এর মধ্যে প্রতিপক্ষের নিক্ষিপ্ত টেঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন সিএম বাদশা ফয়সাল।

পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

নিহত সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়দুজ্জামানের ছেলে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh