• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বলাৎকারের পর শিশু হত্যার দায়ে রাসেলের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১৬:২০
বলাৎকারের পর শিশু হত্যার দায়ে রাসেলের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি

পাবনার ঈশ্বরদী উপজেলায় বলাৎকারের পর এক শিশুকে (৭) হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ঈশ্বরদীর বাঁশতলা মহল্লার আসাদুল মেকারের ছেলে মো. রাসেল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকার ওই শিশুকে মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যান রাসেল। তিনি শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। এ মামলায় আসামি রাসেলকে গ্রেপ্তার করা হলে হত্যার দায় স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সালমা আক্তার শিলু বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণ হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।’

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমা লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে ৩৩ ব্যাংক ও ৬ প্রতিষ্ঠান
সৌদিতে ঈদের নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনা
চুয়াডাঙ্গায় দম্পতিকে খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
যৌন নিপীড়নের দায়ে জবির দুই শিক্ষকের শাস্তি
X
Fresh