• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাঙ্গামাটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই

রাঙ্গামাটি প্রতিনিধি

  ২৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৩
রাঙ্গামাটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই
রাঙ্গামাটি মানচিত্র

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি জেলায় ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ৯৩টি পিসিআর ও ৯২ এন্টিজেন। নমুনা পরীক্ষায় ৭৫ জনের নমুনায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৪৫, রাজস্থলী ২, বাঘাইছড়ি ৬, বিলাইছড়ি ৬, জুরাছড়ি ২, কাপ্তাই ৮, লংগদু ৩, নানিয়ারচর ২ ও কাউখালী উপজেলায় একজন।

রাঙ্গামাটির করোনা ফোকাল পারসন ডাক্তার বিনোদ শেখর চাকমা বলেন, এ পর্যন্ত জেলায় ৪ লাখ ১০ হাজার ৭৩৪ জনকে প্রথম ডোজ; ৩ লাখ ৩ হাজার ২৩ জনকে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন আইসোলেশনে আছেন।
এদিকে শহরে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
X
Fresh