• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১১:৩৪
শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫
ফাইল ছবি

রাজশাহীর বাঘায় শিয়ালের কামড়ে ২ বছরের শিশুসহ ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় উপজেলার পদ্মার চরের পলাশী ফতেপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, পলাশী ফতেপুর গ্রামের তফিল উদ্দীন (৩৫) এর ছেলে বাদশা আলী, নজরুল ইসলামের ছেলে পলাশ (২১), মহরম আলীর ২ বছরের শিশু মহিম, সরেরহাট গ্রামের রহিম উদ্দীনের ছেলে রুবেল আলী (২৬) ও লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৩০)। আহতরা সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোস্তাফিজুর রহমান শিশির আরটিভি নিউজকে জানিয়েছেন, আহতরা ওই গ্রামে ঘুরাফেরা করছিল। এ সময় একটি শিয়াল তাদের তাড়া করে পর্যায়ক্রমে কামড় দেয়। এতে তারা আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ আরটিভি নিউজকে জানিয়েছেন, পাগলা শিয়ালের কামড়ের সন্দেহে তাদের প্রত্যেককেই এন্টি ব্যাবিস ভ্যাকসিন (এআরভি) দেওয়া হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটগ্রামে পুকুরের ডুবে শিশুর মৃত্যু
খতনার সময় শিশুর যৌনাঙ্গ কেটে ফেললেন হাজাম
মামার বিয়েতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh