• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আড়াইগুণ বেশি বেতন চান চট্টগ্রাম ওয়াসার এমডি

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১০:০৮
আড়াইগুণ বেশি বেতন চান চট্টগ্রাম ওয়াসা এমডি
এ কে এম ফজলুল্লাহ

বোর্ডের কাছে বেতন বাড়ানোর আবেদন করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ। আবেদনে তার বেতন ২ লাখ ৭০ হাজার টাকা বাড়ানোর অনুরোধ করেছেন তিনি।

চট্টগ্রাম ওয়াসার এমডির বর্তমান মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। আবেদনে উল্লেখ করা অর্থ বাড়ানো হলে এ অংক দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজার টাকা। বেতন বাড়ানোর এ আবেদন করা হয় গত বছরের মে মাসে। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়।

সভায় এমডির বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের এক সদস্য আরটিভি নিউজকে বলেন, ওয়াসার এমডি বর্তমানে মূল বেতন পান ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি সাড়ে চার লাখ টাকা বেতনের প্রস্তাব করেছেন। আজকের সভায় চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটি আগামী বোর্ড সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন দেবে। আগামী বোর্ড সভায় ওই প্রতিবেদনের আলোকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৪ জানুয়ারি) এমডির বেতনের বিষয়ে জানতে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এমডির সঙ্গেই কথা বলার পরামর্শ দেন। ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

২০০৯ সালের ৬ জুলাই এ কে এম ফজলুল্লাহ চেয়ারম্যান পদে এক বছরের জন্য চট্টগ্রাম ওয়াসাতে নিয়োগ পান। এরপর ২০১১ সালে চট্টগ্রাম ওয়াসাতে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ তৈরি হলে সেই পদে নিয়োগ পান ফজলুল্লাহ। সর্বশেষ ২০২০ সালের ১ অক্টোবর আরও তিন বছরের জন্য এমডি পদে নিয়োগ পান তিনি।

ওয়াসা সূত্রে জানা গেছে, শুরু থেকে ফজলুল্লাহকে ১ লাখ ৭৫ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। ২০১৬ সালে বেতন বৃদ্ধির জন্য আবেদন করলে তার মূল বেতন বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা, আপ্যায়ন ও বিশেষ ভাতাসহ মোট ৩ লাখ ১৭ হাজার টাকা বেতন পান চট্টগ্রাম ওয়াসার এমডি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলিম পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ
মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
X
Fresh