• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে কমেছে শীত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ০৯:৫৬
হিলিতে কমেছে শীত
কমেছে শীত

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার জন্য কমতে শুরু করেছে শীতের প্রকোপ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর রাত থেকে তেমন কুয়াশা পড়েনি। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। আকাশে মেঘ জমে আছে। যেকোন সময় বৃষ্টি হতে পারে।

মাফুজার রহমান নামে এক অটোরিক্সাচালক আরটিভি নিউজকে জানিয়েছেন, কয়েক দিন অতিরিক্ত শীতের কারণে যাত্রী কম ছিলো। আজ শীত কিছুটা কমেছে, যাত্রী আছে, যার জন্য সকালেই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে বলেন, মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩ থেকে ৪ কি:মি:। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়াও সৈয়দপুর ১৩.৮; রংপুর ১৪.৫; ডিমলা ১৩.৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১৩.০; নওগাঁ ১৩.৩; রাজশাহী ১৪.০ ; চুয়াডাঙ্গা ১৫.৫; শ্রীমঙ্গল ১২.৭। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত তেতুলিয়াতে ১০.৫ ডিগ্রী সে: ।

তোফাজ্জল হোসেন আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে চালের দাম বেশি, বিপাকে সাধারণ ক্রেতা
গরম নিয়ে সবশেষ যে তথ্য জানাল আবহাওয়া অফিস
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
X
Fresh