• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ০৮:৪৫
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই দিন করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। কারোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামের আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৯১৯ জন মহানগরীতে ও ৪২৯জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এই পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন আক্রান্ত হয়েছেন এবং ১ হাজার ৩৪৬ জন করোনায় মৃত্যু হয়েছে। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনভাবেই মানছেনা চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করতেছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করছেন না।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
কিল-ঘুসিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
X
Fresh